সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দের ঈদ পূর্নমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় নাসিক ৭নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দের এ বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদ পূর্নমিলনী ও মতবিনিময় সভায় দলটির প্রাক্তন নেতৃবৃন্দ একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন। এসময় নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তাওলাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন – নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আলীনূর হোসাইন, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, ইমরান আহমেদ তুষার, মিলন, জিসান, স্বেচ্ছাসেবক দল নেতা মো: উজ্জ্বল দেওয়ান, লিখন মন্ডল, ফজলে রাব্বি, মো: আরিফসহ স্বেচ্ছাসেবক দলের প্রমুখ নেতৃবৃন্দ।