আরিফ খান শুভ’র নামে অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ

 

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী এলাকায় গত (১৩) মার্চ রাতে চুরি হয়েছে। চোরকে আটক করেছে এমন সংবাদের ভিত্তিতে আমি আরিফ খান শুভ সেখানে তথ্য সংগ্রহ করতে যাই, সেখানে গিয়ে দেখি প্রায় দুই’শত ছাত্র জনতার উপস্থিতি।
পরে ঘটনাস্থলে চোর সন্দেহ যে ব্যক্তিকে আটক করা হয়েছিল সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার সালাউদ্দিন মিয়ার ভাড়াটিয়া রবিউল ইসলামের ছেলে সবুজ (৩০) সে চাকরি করেন, ইসলাম এন্ড সন্স সেনেটারী দোকানে। আলু বাজার, সিদ্দিক বাজার, ঢাকা। তিনি বলেন তার বন্ধু জুয়েল এর মাধ্যমে এখানে আসেছি অনৈতিক কাজ করতে কিন্তু তার বন্ধু জুয়েল তাকে রেখে পালিয়ে যায়, কিন্তু যেই মহিলার বাসায় চুরি হয় তার দাবি সে এ বাসায় চুরি করতে এসেছে। তাকে জনতা আটক করেছে। আর ছাত্রদের দাবি এখানে অনৈতিক কর্মকান্ড চালাতে এসেছে সবুজ। কিন্তু সবুজের বন্ধু জুয়েল পালিয়ে যাওয়ায় জানা সম্ভব হয়নি চুরি না অনৈতিক কাজের জন্য এসেছেন।

এ বিষয়ে আরিফ খান শুভ বলেন, আমি একজন সংবাদ কর্মী,আমি সংবাদ সংগ্রহের কাজে গিয়েছি।কিন্তু আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করবে এটা আমি আশা করিনি।ঐদিন দীপার বাসায় চুরি হয়েছে সংবাদ শুনে গিয়েছিলাম তারপর ছাত্র জনতার ভিড় দেখে ওখান থেকে চলে এসেছি।আমি কোন থানায় যাইনি।এসব মিথ্যা অপপ্রচার চালানোর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, ঐদিন রাত্রে সাংবাদিক এবং ছাত্রদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তারপর তারা চলে যায়। কিন্তু আরিফ নামে কোন সংবাদকর্মী থানায় আসেনি এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *