জাতীয় শোক দিবস উপলক্ষে কাউন্সিলর মতির উদ্যোগে দুঃস্থ ও এতিম শিশুদের নিয়ে মধ্যাহ্ন ভোজ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী বিহারী ক্যাম্পের এতিম ও দুস্থ শিশুদের মাঝে উন্নতমানের রান্না করা খাবারের মধ্যাহ্নভোজের ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।

সোমবার (১৪ আগষ্ট) দুপুরে আদমজীর কিং প্যালেস চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এতিম মাদরাসার ছাত্র,শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি বলেন, দীর্ঘ ১৫ বছর নিজের জীবনকে বাজি রেখে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশে একটি অরাজকতা সৃষ্টি করবে একটি মহল। তারা সারা বছর কোনো কিছু করতে সাহস পায় না। নির্বাচনের সময় আসলেই দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে বসে সরকারের নামে বানোয়াট রচনা তৈরি করে। আমরা বঙ্গবন্ধুর সৈনিক ও শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী থাকতে এমন ষড়যন্ত্র করতে দিতে পারি না।

তিনি আরও বলেন, যার জন্য আমরা আজ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এসময় কাউন্সিলর আলহাজ্ব মতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সকল সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *